Poems

বাড়িয়ে দাও তোমার হাত

জীবনের যেটুকু তুমি দেখো,
যেটুকু আমি দেখি
সেতো এক মুহূর্ত মাত্র।
না দেখাটুকুর গভীর নিঃসঙ্গতা
না স্পর্শ করে তোমাকে না আমাকে।
ভালোবাসা হল বুকের সেই আকুতি
যা পরস্পরকে জানাতে চায় বোঝাতে চায়…

তুমি হয়তো কোনদিনও বুঝবে না
ঠিক এই মুহূর্তে আমি কোন খাদের প্রান্তসীমায় দাঁড়িয়ে
তোমার পবিত্র মুখের দিকে তাকিয়ে আছি,
আমার পতন ঠেকাও আমি যে নিঃসঙ্গতাকে ভয় পাই।
তুমি কি পারবে আমাকে জুড়ে দিতে ভুবন চিলের ডানা?

আমাকে ওড়াও, ঠিক ধসে পড়ার আগেই বাড়িয়ে দাও তোমার হাত…

গভীর শূন্যতার মাঝে আমরা প্রতিবেশি সেই দুই বিন্দু
যাদের ঘেরাও করে আছে দুটি বৃত্ত,
প্রিয়তমা, আমি বৃত্ত ভাঙার নিয়ম শিখে ফেলেছি
তাই ঠিক ধসে পড়ার আগেই বাড়িয়ে দাও তোমার হাত।

Related posts