Poems

আব্বার কাছে খোলা চিঠি-১

শ্রদ্ধেয় আব্বা,
আপনার সেই পুরোনো বেতের লাঠিটা দিয়ে
আমাকে আবার পেটান
পেটাতে পেটাতে নধর এই পিঠটা রক্তাক্ত করে দিন
সেই রক্ত থেকে আমাকে পুনঃজন্ম দিন
হাত ধরে টেনে নিয়ে চলুন আমার সেই সোনালি শৈশবে
রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে ফিরিয়ে নিন
শুদ্ধ সবুজের সজীবতায়

ভোরের আজানে যদি ঘুম না ভাঙে
তবে আদর করে নয়
বিষাক্ত ধোঁয়ার বিভোর ঘুম আমার না পেটালে
কোনো দিনও ভাঙবে না,

আব্বা আমি নষ্ট হয়ে যাচ্ছি পচে যাচ্ছি
আমার ভেতরের পশুসত্তাটি বড্ড বেয়াড়া হয়ে গেছে
লাঠিপেটা করে তাকে বাধ্য করুন।
আপনার বেতের লাঠিই যদি আমার দশ বছরের নির্মল স্কুল শিক্ষা
হয়ে থাকে
তবে আপনার কাছে করজোড়ে সবিনয় অনুরোধ
আবার তুলেনিন হাতে
বাকিটা জীবন আমাকে বারবার অসংখ্যবার রক্তাক্ত করুন

কোনো আদর্শ আমাকে মুক্তি দেয়নি
এই মুহূর্তে আপনার পুরোনো বেতের লাঠিই
আমার সামগ্রিক মুক্তির দর্শন।

Related posts