Poems

উঠান

তুমি আমার উঠান হবে ?
উঠান ?

খুব মমতায় সকাল বিকেল
লেপে দেবো তোমার সিঁথান,
এমন করে লেপবো তোমায়
যেন, উঠান তুমি ধবল চাদর-
তাঁতির বুনন সফেদ সুতা
মুচির হাতের নিপুন পালিশ
দ্যুতি ছড়ায় যেমন জুতা।

মিষ্টি রোদের দুপুর বেলায়
ধান শুকাবো তোমার বুকে
সোনা রোদে সোনালী ধান
কুটবো আমি দুষ্ট চড়ই
খিলখিলিয়ে হাসবে তখন
ঝাকড়া চুলের সবুজ কড়ই।

প্রখর রোদে ফাটলে তুমি
আমি তুলসির ছায়া হব
ঝমঝমঝম বৃষ্টি হব
মাতাল সোঁদা গন্ধ হব
অহংকারের পোষাক খুলে
আল্লার কিরা ! হব খাঁটি
তুমি আমার উঠান হলে
মাখবো গায়ে তোমার মাটি।

Related posts