Poems

ঠিক এই সময়ের কবিতা, তারিখটা মনে রেখ হে ইতিহাস

ভীষণ রেগে আছি-
এর বেশি রাগালে
তোমার বিরুদ্ধে লিখে দিবো কবিতা,
তুমি সমূলে উৎখাত হয়ে যাবে ।

এই কবিতা কোন অক্ষমের অভিশাপ নয়-
এই কবিতা একটি প্রজাপতির ভিমরুল হওয়ার প্রার্থনা
আর তোমার রাষ্ট্র ক্ষমতা লোভের পশ্চাতে কাঁটা ভরা একটি গোলাপ ……

তোমার নির্লজ্জতায় নুয়ে যাচ্ছে আমার মাথা,
হে পাহাড়-
তুমি আমার মাথাটাকে হেট হতে দিওনা
খুঁটি হয়ে যাও, প্লিজ,
অথবা কোল পেতে গ্রহন কর আমাকে,
এই ক্ষুদ্রদের মাঝে তুমি ছাড়া
আমি আর কার কাছে যাবো ………

Related posts