Poems

তোমার সারা দিন

দোয়েলের শিষে ঘুম ভাঙলে তোমার
কিছুটা আলসেমি জড়িয়ে থাকে
জানালার ওপাশে দুষ্টু সকাল
তোমাকে নাম ধরে ডাকতে থাকে
আয়নার সামনে দাঁড়িয়ে তুমি
কেমন করে যেন হেসে ওঠো
শোনো মেয়ে, তোমার সারা দিন
আমি দেখতে পাই।

কাসের নোট নিয়ে মগ্ন থাকো
হঠাৎ আনমনে কী যেন আঁকো
কখনো শাড়ির সাথে মিলিয়ে তুমি
কপালের টিপটা খুঁজতে থাকো
প্রিয়সুরে প্রিয়গানে যখন তখন
গুনগুন করে সুর তুলতে থাকো
নভেলের নায়কের কষ্টে তুমি
মনটা খারাপ করে বসে থাকো

সুই-সুতো সেলাইয়ে মাতিয়ে তোলো
তোমার ভুবনজুড়ে একাকি দুপুর
বেলকনিতে এসে যখন দাঁড়াও
ছন্দে নেচে ওঠে তোমার নূপুর
জোছনার হাতছানি দেখলে তুমি
ফেলে আসা শৈশব স্মরণ করো
কান্ত মাঝরাতে এভাবে তুমি
বই দিয়ে মুখ ঢেকে
ঘুমিয়ে পড়ো।

Related posts