Poems

হুইল চেয়ারে যোদ্ধা

সবুজ ঘাসে মায়ের মতো আকাশের কোলে আমিও ছিলাম
আমিও ছিলাম একলা আমি ভরদুপুরে মাঝনদীতে
আমিও ছিলাম
রুগ্ন আমি ঘুড়ির পিছে সবার শেষে,
আমিও ছিলাম
বুক পুড়িয়ে সীমান্তের এক অন্ধকারে শত্রুর খোঁজ ঘোর যুদ্ধে
সবার আগে সবার আগে সবার আগে।

আমিও ছিলাম নীল চিঠিতে অনেক কথা না বলাতে
পকেট ভরে গোলাপ নিয়ে
তোমায় দেয়ার ইচ্ছে নিয়ে
চৌরাস্তায় দাঁড়িয়ে ছিলাম
কেউ দেখেনি আমিও ছিলাম।

আমিও ছিলাম
বন্য আমি অভিমানে প্রতিবাদে কাঁটাতারে ব্যারিকেডে
অনেক গোপন ইশতেহারে
আমিও ছিলাম রক্তচোখে খুনির মতো কাব্যলেখায়
বারুদ নিয়ে হেসে হেসে ভাঙাগড়ার অনেক খেলায়
মত্ত ছিলাম
আমিও ছিলাম বুকের মাঝে রক্তজবার ক্ষত নিয়ে
রাজার মতো সব বিলিয়ে, সুখের মতো ক্ষতি নিয়ে,
আমিও ছিলাম
যুদ্ধ শেষে বাড়ি ফেরার স্বপ্ন নিয়ে
অনেক গোপন কান্না নিয়ে,
আমিও ছিলাম আমার মতোই হিসাব করেই বেহিসেবি
আমিও ছিলাম
উদ্ধত বুক পতাকার মতো অহংকারী।

এখন আমি কান্ত আমি
হাতের মুঠোয় বিশ্ব নিয়ে
হুইল চেয়ারে খেলছি বসে
প্রতিপক্ষ এক আমার সাথে।

Related posts