Book review

আসমান

পাঠক প্রতিক্রিয়া – ২১

“আসমান” বইটি নিছক কোন প্রেমের গল্প বা উপন্যাস নয়। এই বইটি সম্পর্কে মন্তব্য করার মত যোগ্যতা বা ভাষা আমার নেই। দল- মত, ধর্ম- বর্ণ নির্বিশেষে বইটি অসাধারণ বলতেই হবে।

লেখক “লতিফুল ইসলাম শিবলী” (Latiful Islam Shibli) বইটি উৎসর্গ করেছেন এভাবে- ” লোকে আমাকে জিজ্ঞাস করে- আপনি কে?
আমি উত্তর দেই, ‘আমি দুই খলিফার বাবা’।
প্রাণ প্রিয় দুই পুত্র- ওমর এবং ওসমান”।

শুধু মাত্র জ্ঞান থাকলেই কি উৎসর্গের লিখনি এমন হয় কিনা জানি না, তবে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতে ইচ্ছে করছে- এটি জ্ঞান নয় বরং আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
বইটির প্রতিটি লাইন আমাকে উপলব্ধির জগতে প্রবেশ করতে বাধ্য করেছে। আলো- আধারের তফাৎ ছিলো- সুস্পষ্ট।
জাগতিক প্রেমে বিভোর হয়ে নিজের কলব বা অন্তর নষ্ট করে বিচ্ছেদের আগুনে মাদকের ছোবলে আসক্ত হয়ে নিজের সাড়ে তিন হাত দেহকে নিস্তেজ করতেও বিন্দুমাত্র চিন্তাও করেনি। কি এক সস্তা আবেগের উন্মাদনায় মা,ভাই, আত্মীয়- স্বজনকেও ভুলতে বসেছে।
আজ এতো দিন/ মাস/ সময় পার করে কিভাবে নিজেকে গুছিয়ে নিলো ওমার?
কিভাবে স্রষ্টার প্রেমে বিভোর হয়ে নিজেকে মন/ ইচ্ছা/ দেহকে সমর্পণ করলো?
কিভাবেইবা দিন শেষ উপহার পেলো স্রষ্টার অফুরন্ত নিয়ামত তথা সুশীলা ধার্মিক স্ত্রী?
বলা বাহুল্য, স্রষ্টার পরীক্ষার যে ধৈর্য ওমারের ছিলো,তা যদি আমরা উপলব্ধি করতে সক্ষম হয় তাহলে সত্যিই একজন মানুষ নিজেকে পরিবর্তন করতে একধাপ এগিয়ে যাবে।
উপরোক্ত প্রশ্নের উত্তর ও উপলব্ধি ক্ষমতা বাড়াতে দেরি না করেই সংগ্রহে রাখতে পারেন- লতিফুল ইসলাম শিবলী স্যারের “আসমান” বইটি।

মোহাম্মদ কামরুল হাসান শাকিল

Article link


পাঠক প্রতিক্রিয়া – ২২

Latiful Islam Shibli ভাইয়ার #আসমান বইটা পড়া শেষ করেছি ৩দিন হলো।
কিন্তু মুগ্ধতা এখনো কাটেনি, এই বইয়ের রিভিউ কি করে লিখবো জানা নাই…
নিজেকে জানা, নাকি ফিরে পাওয়া, নিজ ভুবনে আলোর দেখা… সত্য কে জানা… কি নাই একটা বইয়ে।
যারা বইটা সংগ্রহ করেন নি, তাদের প্রতি অনুরোধ থাকবে কিনে হোক, সংগ্রহ করে হোক বইটা সবার অন্তত একবার পড়া উচিত।
শেব খেরার “ইউ ক্যান উইন ” বইটার পর দ্বিতীয় কোনো বই এতোটা ভালো লাগলো #আসমান।

Moheuddin Toha

Article link


পাঠক প্রতিক্রিয়া – ২৩

লতিফুল ইসলাম শিবলী …. আপনার লেখায় যাদু আছে । একের পর এক লেখনিতে আমরা এর প্রমান পেয়েছি। আসমান উপন্যাসটা দারবিশ, দখলকে ছাড়িয়ে স্পর্শ করেছে উপরের ঐ আসমানকে ।আসমান নামটা যেথায় একদম যথার্থ ।

” উড়ে উড়ে আপনি আর কতদূরে যাবেন, আপনি ওমার যদি পাখি হতে পারেন তবে আমি আসমা , আসমান হয়ে যাব। কোথায় যাবে ,কতদূর যাবে পাখি আসমান ছেড়ে! আমি সে পাখির জন্য আসমান হয়ে থাকব ”

ধন্যবাদ শিবলী ভাই …. একটার পর একটা সুন্দর উপন্যাস দেওয়ার জন্য ।

Tunajinnat Tania

Article link


পাঠক প্রতিক্রিয়া – ২৪

“ভালোবাসা মানে হচ্ছে রেসপন্সেবিলিটি বা দায়িত্ব।যখন তুমি কাউকে ভালোবাসো তখন তুমি তার দায়িত্ব নাও।এই দায়িত্বটা তোমাকে কে দেন?

তিনি দেন, যিনি তোমার হৃদয়ের ঘর জুড়ে বসে আছেন,তিনি সমস্ত বিশ্বজগতের মালিক,সৃষ্টিকর্তা।তিনি বলেছেন,জীবে দয়া কর আর তার সমস্ত সৃষ্টিকে ভালোবাস।সেটা শুধু কথার কথা ভালোবাসা নয়,সেই ভালোবাসা এক বিশাল দায়িত্ব।তাই তার জন্য যখন ভালোবাসবে তখন এই সৃষ্টি জগতের কেউ তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না।তখন তোমার ভালোবাসা হবে পৃথিবীর আলো-বাতাস আর পানির মতো,যা সমস্ত পোকামাকড় জীবজন্তু থেকে শুরু করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান ভোগ করে।দেখ তুমি কতটা গুরুত্বপূর্ণ,এই বিশ্বজগৎ সৃষ্টি করা হয়েছে তোমার জন্য,আর তোমাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য।তুমি যখন তার হবে এই বিশ্বজগৎ সবকিছু তোমার হবে।তুমি যখন তার হবেনা তখন এই বিশ্বজগৎ সবকিছু তোমাকে বিচ্ছেদ বেদনা দিবে।তার সাথে এই সম্পর্কটাই প্রকৃত প্রেম।আর এই প্রেমটাকে বলে ইবাদত।এই প্রেমের জন্যই তোমাকে অসীম এবং অমূল্য এক বস্তু দেওয়া হয়েছে।যেটার নাম হৃদয়।সেই হৃদয়ের ব্যবহার আর প্রকৃত প্রেমের কায়দাটা শেখোনি বলে আজ এতো কষ্ট পাচ্ছ।”

উপরের কথাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে পড়তে হবে লতিফুল ইসলাম শিবলী ভাইয়ের তৃতীয় উপন্যাস “আসমান” যে গল্প জীবনের চেয়েও বড়।

আসমান নিয়ে আসলে রিভিউ লেখার সাহস কিংবা সামর্থ কোনটাই আমার নেই,একজন ক্ষুদ্র পাঠক হিসেকে শুধু বলতে পারি আসমান এমন একটি বই যেখানে একজন পাঠক সবকিছু খুজে পায়।বেঁচে থাকার অণুপ্রেরনা,কল্পনা,বাস্তবতা,থ্রীলার,রোমান্টিকতা,টান টান উত্তেজনা,জীবনের চরম সংকটে টিকে থাকার লড়াইয়ে জয়ী হওয়ার উপায় সবকিছুর মিশ্রণে লেখা আসমান।শিবলী ভাই হলো সেই লেখক যিনি নিজেই পুরো একটা বই।যার লেখায় উঠে আসে সত্য সুন্দর পৃথিবীর চিত্র।

“আসমান” যে গল্প জীবনের চেয়েও বড়।

এই বই মেলার একদম ব্যাতীক্রমী বই হচ্ছে “আসমান” (আমার ব্যক্তিগত মতামত)

Rashib Ahammed

Article link


পাঠক প্রতিক্রিয়া – ২৫

কি লিখবো বুঝতে পারছি না শিবলী ভাইয়ের পরিচয় প্রথমে লেখক হিসাবে নয়. প্রথমে গায়ক, গীতিকার, কবি ভাইয়ের প্রথম উপন্যাস #_দারবিশ (2017) দ্বিতীয়টি #_দখল(2018) বইমেলায় প্রকাশ হয়। আর এবারের বই আসমান। যা তিনবার পড়ে পড়া শেষ করালাম…. এখনো আমি বইয়ের কথাগুলো পড়ে কল্পনা থেকে বের হতে পারছি না । বইয়ের প্রতিটি পাতায় কোন না কোন বানী আছে যা জিবনের বড় একটি উপাদান হিসাবে কাজে লাগবে। হৃদয়, ভালবাসা, বন্ধুুত্বের এতো সুন্দর ভাবে বিশ্লেষন করা হয়েছে যে আমি পড়ছি আর অভিভুত হয়েছি। একটি মেধাবী ছেলেকে প্র্রেমের ছলনার কারনে মাদকাশক্ত, সেখান থেকে বের হতে মায়ের দোয়া, স্র্রষ্টার রহমত, মাদকাশক্ত থেকে নিজেকে বের করে সষ্টার কাছে নিজেকে সপে দেওয়া। মুসলিম ভ্রাতৃত্ববোধ কে দেশের সীমানা পাড় করে উচ্চস্তড়ে বসানো। তারপর আমেরিকার কুখ্যাত জেল গুয়ানতানামো বের বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের চিত্র ফুটিয়ে তোলা। যেখানে মুসলিম বন্দিরা অজস্র নির্যাতন সহ্য করেও আল্লাহর জিকিরে মগ্ন থাকে।
সব মিলিয়ে আমার জিবনে পড়া আপাতত সেরা বই।
পরিশেষে আসমান আসলেই জীবনের থেকে বড় গল্প।

Sohag Rana

Article link


পাঠক প্রতিক্রিয়া – ২৬

ধর্মকে সেন্টার করে জীবন পরিচালনা করলে হতাশা বা অপ্রাপ্তিগুলো যে কমে যায়
আর ভালবাসা ব্যাপারটা ও যে সম্পুর্ন ঐশ্বরিক তা ই এই আসমানে জীবন্তভাবে উপস্তাপন করেছেন জনপ্রিয় বহু কালজয়ী গানের স্রষ্টা বা গীতি কবি লতিফুল ইসলাম শিবলী ভাই(জেল থেকে বলছি,আমি কষ্ট পেতে ভালবাসি বা হাসতে দেখো গাইতে দেখো এমন অনেক গান)
অসম্ভব ভাল লেগেছে লেখক বইটিতে অনেক ডিপ ইনফরমেটিব কোটেশন দিয়েছেন
বইটি প্রকাশ করেছে- নালন্দা
আমি কখনো কোন রিভিউ লিখিনি শুধু মাত্র ভাইয়া আপনার জন্য লিখলাম Latiful Islam Shibli

Monir Chowdhury

Article link


পাঠক প্রতিক্রিয়া – ২৭

‘হৃদয় আল্লাহর ঘর।মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এই জন্য যে সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন। সে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢুকলেই শুরু হবে তোমার জাগতিক অশান্তি।’
উক্তিটির মাধ্যমে লেখক বইটি শুরু করেছেন।আমার কাছে মনে হয়েছে পুরো কাহিনীর নির্যাস এটি।
আধ্যাত্মিকতার সঠিক চর্চা মানুষ কে কতটা আলোকিত করতে পারে আর অন্যায় চর্চা কতটা অন্ধকারে নিমজ্জন পূর্বক ধ্বংস করে দেয় সেটা অত্যান্ত নিপুণ ভাবে ফুটে উঠেছে গল্পটিতে। এগল্পে রয়েছে দিশেহারা যুব সমাজের প্রকৃত মুক্তির সন্ধান, জাগতিক মোহ ও পাশবিকতায় আচ্ছন্ন মানুষের জন্য স্বচ্ছ আয়না।যে আয়নাটিতে সে দেখতে পায় তার অবস্থান অগ্নিপ্রজ্জলিত এক বিরাট গর্তের সম্মুখে। যার দিকে সে এগিয়ে যাচ্ছে চির শান্তির আশ্রয় মনে করে।ঠিক তখনই শোনতে পায় ফেরার আহবান আলোর দিকে, মুক্তির পথে।
এমনই এক দৃষ্টান্তের উজ্জ্বল প্রতিচ্ছবি গল্পটির ওমার চরিত্র। আধার ছেড়ে আলোর অনুসরণ তাকে পরীক্ষার দুর্গম গীরি পাড়ি দিয়ে করে তুলেছিল মহান, চিরসফল, চির স্বার্থক।

আমার কাছে সবচে ভালো লাগার ব্যপারটি হল, লেখক টোটাল ইসলাম কে তার প্রকৃত রূপে উপস্থাপন করেছেন বইটিতে।বিশেষ করে তাবলীগ আর জিহাদের মাঝে সুক্ষ পার্থক্যটা স্পষ্ট করেছেন।সেই সাথে জিহাদের সঠিক ব্যখ্যাও তার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।যা একজন আলেম লেখকের নিকট কাম্য ছিল।সে শূন্যতাটা লেখক পূরণ করতে সক্ষম হয়েছেন।

প্রিয় পাঠক!
নিশ্চয় ঘোরের মধ্যে চলে গিয়েছেন।ঘোরটা দূর করতে আজই সংগ্রহ করুন প্রিয় লেখক শিবলী ভাইয়ের এবারের উপন্যাস ‘আসমান’।আর হ্যাঁ, ‘আসমান’ এক আফগান মেয়ে ‘আসমা’র নাম। কিভাবে? সেটার জন্য বইটা পড়তে হবে।

পরিশেষে, লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করে আগামী বইয়ের প্রতিক্ষায়…..

Sayfullah Al Mamun

Article link


পাঠক প্রতিক্রিয়া – ২৮

আসমান পড়লাম।শিবলী ভাই এর লেখা নিয়ে নতুন করে বলার কিছু নেই।আমাদের শৈশবের নস্টালজিক গান আর দারবিশ দিয়ে সবার মন জয় তিনি অনেক আগেই করেছেন।গৎবাঁধা উপন্যাস নয় বরং আসমানের কাহিনী তে নতুনত্বের ধাঁচ পেয়েছি।সাবলীল সাধারণ শব্দের ভাবপ্রকাশ পাঠকের মনযোগ ধরে রাখতে সক্ষম।

আধ্যাত্মিকতা আর বাস্তবতার চমৎকার মিশেল হয়েছে আসমানে.স্বদেশ থেকে বিদেশের পটভূমি এসেছে এত গোছানোভাবে যে খাপছাড়া মনে হয়না।বইটির প্রথমভাগে ঢাকা শহরের পরিচিত স্থানগুলো উঠে এসেছে যা গল্পটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলে।ইসলামিক উপন্যাস নয় তবে যৌক্তিকভাবে ইসলামের যথাযথ অনুসারী ইমামের উপস্থিতি ভাল লেগেছে।ট্রেইলার দেখে কৌতূহলী হয়েছিলাম যে কি করে বাংলাদেশের এক ছেলে গুয়ানতানামো বে তে পৌঁছাল!আসমান ভাল লাগার মতই উপন্যাস।বাস্তববাদী এবং আধুনিক ঘরানার লেখনী প্রকাশ পেয়েছে এই বইটিতে।

পছন্দের লাইন-
১।হৃদয় আল্লাহর ঘর।
২।কান্না যে এত স্বস্তির তা কে জানত।

এই হাসিখুশি ভাল মানুষটা আমাদের আরো অনেক চমৎকার গান আর গল্প উপহার দিবেন-এই কামনা করি

Nila Talukder

Article link


পাঠক প্রতিক্রিয়া – ২৯

নাহ ১৫ দিন ধরে রিভিউ লিখতে বসেও ব্যর্থ আমি…উপন্যাস এর রিভিউ দেয়া যায় কিন্তু যখন উপন্যাস উপন্যাস এর মাত্রা ছাড়ায় তখন কিংকর্তব্যবিমূড় বসে থাকা ছাড়া কিছু করার থাকেনা…
খুব সম্ভবত আসমান এর বেস্ট রিভিউ টা আসমান এর প্রচ্ছদেই দেয়া আছে…
”যে গল্প জীবন থেকেও বড়” এবং আসলেও তাইই!

Unknown

Article link


পাঠক প্রতিক্রিয়া – ৩০

Latiful Islam Shibli ভাই এর “আসমান” পড়ার পর এখনও শিহরণ রয়ে গিয়েছে রন্ধ্রে রন্ধ্রে। শুরু করার সময় কল্পনাও করিনি এই উপন্যাসের গভীরে এভাবে জড়িয়ে যাবো। এখনও চোখের সামনে উজ্জ্বল হয়ে ভাসছে ওমার এর দৃঢ়চেতা চরিত্র যেটা সম্ভবত বাংলাদেশের যে কোন উপন্যাসে প্রথম সৃষ্টি। বিভ্রান্ত প্রেমিক থেকে একজন ধৈর্য্যশীল ঈমানদার মুসলিম হওয়ার যে ভ্রমণ তা শুধু উপন্যাসের প্রয়োজনে নয় একটি আদর্শ জীবন গঠনে অতীব প্রয়োজনীয়।

ইসলাম একটি বুদ্ধিবৃত্তিক আদর্শ, জীবনের সকল সমস্যার একমাত্র সমাধান, যাকে ভুল করে মানুষ কেবল ধর্ম মনে করে। আমি বলি ইসলাম এমন একটি আদর্শ যেটি সৃষ্টিকর্তার সাথে একজন বান্দার কেমন সম্পর্ক হবে সেই ধর্ম নিয়েও কথা বলে, যেটি বাকি সব আদর্শ কোন ব্যাখ্যা দিতে পারে না। সেই জীবনবিধানকে সমাজে নিছক একটি ধর্ম হিসেবে দেখার অস্পর্ধা আমাদের প্রতিনিয়ত গুনাহগার করে চলছে।

শিবলী ভাই তার দখল উপন্যাসে অতি মোহনীয় লিখনিতে নিয়ে আসলেন আদর্শ হিসেবে সাম্যবাদের অসাড়তা, এর পর দারবিশ উপন্যাসে পুঁজিবাদ এবং গণতান্ত্রিক ব্যবস্থার ব্যর্থতা আর আসমান সে যেন সৃষ্টি হয়েছে সমস্ত ভুল আদর্শকে যুক্তির করতলে পিষে ইসলামের সত্যিকারের আদর্শকে এই প্রজন্মের কাছে তুলে ধরা।

“মানুষ স্রষ্টার জন্য প্রান দিতে চায়, এই প্রাণটাও তো স্রষ্টারই দেওয়া। তাহলে মানুষ আসলে কি দেয়। মানুসের আসলে নিজের কিছুই নেই যা সে স্রষ্টাকে দিতে পারে। মানুষ যা করতে পারে সেটা হলো, তার অক্ষমতা প্রকাশ করতে পারে, আর সেটা প্রকাশ করতে পারার জন্যও সে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এই জন্য সবচেয়ে বড় পাপ হলো অকৃতজ্ঞতা” এরকম অসংখ্য প্রেরনাদায়ক বক্তব্যে ভরপুর এই উপন্যাস।

আসমান- যে গল্প জীবনের চেয়েও বড় বাস্তকিকভাবে লেখক তা তুলে ধরছেন।কেউ যদি সত্যি নিজেকে পরিবর্তনের ইচ্ছা করে আমার মনে হয় এই আসমান উপন্যসাটি হওয়া উচিত তার প্রথম পাঠ্য।

Syed Habib Anwar Pasha

Article link


Related posts