Poems

আমি একটা পাহাড় কিনতে চাই

আমি একটা পাহাড় কিনতে চাই

‘ফ্লাট অথবা প্লট’ কোনটাই কেনা হয়নি আমার, কারণ,
আমি একটা পাহাড় কিনতে চাই ……
পাহাড় ভালবাসি বলে নয়,
আমি আসলে আকাশটাকেই বেশি ভালবাসি
তার কাছাকাছি থাকতে চাই আর সকাল বিকেল তাকে ছুঁতে চাই বলেই
আমার পাহাড় কেনা জরুরী……
আকাশের সাথে সখ্যতা যার সমতলের নাগরিক মানুষ কি ভাবে বুঝবে তাকে?
সেই আকাশটুকুর মালিকানা কেউ যাতে দাবি করতে না পারে,
তাই নিদেন পক্ষে কিনে রাখবো এক বিঘা আকাশ
তাতে পাহাড়টারও হল একটা বেলকনি,
আকাশের সেই অংশটুকুই আমার চাই
যার সরলরেখায় আছে চাঁদের গতিপথ ।
চাল চুলো কিছুই না দিতে পারলেও
সেই একবিঘা আকাশের চাঁদের
এককছত্র অধিকারটুকু
আমি তোমাকে ছাড়া আর কাউকে দেব না ।

 


 

প্রকাশকাল –

০১-১১-২০১৩
ধানমণ্ডি

Related posts