Poems

আমার মতো আর কে আছে

তোমার ফেরার পথের দিকে
আর কে চেয়ে থাকবে
ঘুম পাড়িয়ে তোমার শিয়রে
আর কে রাত্রি জাগবে।
বুকের মাঝে আগুন পুষে
আর কে কান্না লুকাবে
ফিরিয়ে দিলেও তোমার কাছেই
বারে বারে আসবে।
আমার মতো আর কে তোমায় এমন ভালোবাসবে,
আমার মতো আর কে আছে,
আমার মতো আর কে…

একটু ভালোবাসার জন্য
হাতের মুঠোয় জীবন নিয়ে
আমার মতো আর কে এমন
কাঙাল হয়ে থাকে,
আমার মতো আর কে বলো
লক্ষ কথার ঝর্ণা নিয়ে
তোমার মুখে তাকিয়ে এমন
পাথর হয়ে থাকে।
আমার মতো আর কে তোমায় এমন ভালোবাসবে,
আমার মতো আর কে আছে
আমার মতো আর কে…

হাজার জনের মাঝে বসেও
দীর্ঘশ্বাস লুকিয়ে রেখে
একটা মানুষ খুব নীরবে
একলা একা থাকে,
হৃদয় জুড়ে খরা নিয়ে
তোমার হাসি দেখবে বলে
আমার মতো আর কে এমন
সবুজ হয়ে থাকে।
আমার মতো আর কে তোমায় এমন ভালোবাসবে,
আমার মতো আর কে আছে,
আমার মতো আর কে…

 


 

প্রকাশকাল –
১৪ এপ্রিল ১৯৯৯

Related posts