Lyrics

মাকে বলিস

ইট পাথরের সত্যগুলো গোপন রেখে
কল্পনাতে মন গড়া এক স্বপন এঁকে
মাছ ভাতে তার ছেলেটা এখন ভালোই আছে
বাড়ি ফিরে বন্ধুরে তুই মাকে বলিস
বাড়ি ফিরে বন্ধুরে তুই মাকে বলিস
ব্যাক বেঞ্চের তার ছেলেটা
মিছিল হলে সামনে থাকে
নষ্ট ছোঁয়ায় কষ্ট পেলে
যায় হারিয়ে ঘূর্নিপাকে
বাবার আদেশ মায়ের দোয়া
তাবিজগুলা জড়িয়ে গলায়
গোপন রাখিস তার ছেলেটা
জীবন থেকে শুধুই পালায়
নিপুন হাতে সত্যগুলো আড়াল করে
বাড়ি ফিরে বন্ধুরে তুই মাকে বলিস
বাড়ি ফিরে বন্ধুরে তুই মাকে বলিস
নিষ্ঠুর দেয়ালের বদ্ধ ঘরে
ক্লান্ত দেহে চোখটা বুজে
মধ্যরাতে হঠাৎ জেগে
টিনের চালে বৃষ্টি খোঁজে
সুপের সাথে সসটা এখন
তার ছেলেটা মেশাতে জানে
কান্নাগুলো হাসির বুকে
তার ছেলেটা লুকোতে জানে
এই পাপগুলি সব গোপন করে
আমার কথা বন্ধুরে তুই মাকে বলিস
বাড়ি ফিরে বন্ধুরে তুই মাকে বলিস।


গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী

 

Related posts