Poems

নাটোর স্টেশন

চিরচেনা প্রিয় এই স্টেশনে
ট্রেনটা আমাকে নামিয়ে দিল
মাস্টার সোমনাথ চশমা উঁচিয়ে
বেড়েছে বয়স নিজেকে শোনাল,
মন্টুর স্টলে বয়-বেয়ারা
আগের কেউ আর নেই
জানি না কখন কীভাবে যেন
হারিয়ে ফেলেছি নিজেকেই,

চিরচেনা প্রিয় এই ছোট্ট শহরে
কেউ আমাকে চিনল না।

একটা ঘুড়ির পিছে পুরো শৈশব
কেটে গেছে এলেবেলে
বোতাম হারানো সেই দুপুরগুলো
চিনতো আমায় কাছে পেলে,
বুড়ো দরগার সেই বুড়োবট গাছটা
আগের মতোই আজও আছে
তার নিচে বসে থাকা মানুষগুলো
কেউ এল না চিনে কাছে,

চিরচেনা প্রিয় এই ছোট্ট শহরে
কেউ আমাকে চিনল না।

Related posts