Lyrics

সন্ধ্যাতারা

কপালে যে টিপ পরেছ তুমি
সেইতো সন্ধ্যাতারা
পাতার নূপুর তোমার আঁচলে
তুলেছে সুরের সাড়া
হাওয়ার কাঁপন করেছে আপন
তোমার নিরব চুল
পাথর চাপা দুঃখের বাগানে
ফোটাবে তুমি ফুল

তুমি হেঁটে গেলে নদী কথা বলে যায়
তোমার পলকে ভোরের পাখিরা ডেকে যায়
আকাশ হাসে যখন দেখে তোমার অবুঝ ভুল

কবিতার মাঝে ভেসে উঠে স্বপ্নের ছবি
দেখে তোমায় ছন্দ হারায় কবি
আমার বুকে বৃষ্টি ঝরে ভাঙে চোখের দু-কূল

কপালে যে টিপ পড়েছ তুমি
সেইতো সন্ধ্যাতারা
পাতার নূপুর তোমার আঁচলে
তুলেছে সুরের সাড়া . . . . . . .

 


গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী

 

Related posts